যেতে হবে বহুদূরে
অজানা পথ ধরে,
জানিনা আসবো কি ফিরে
চিরচেনা ঘরে !


আঁকাবাঁকা মেঠোপথে
পদ্মদিঘির ঘাটে,    
মরা নদীর বালুচরে
এ মন থাকবে পাটে।  


পুবের সূর্য অস্তে ঢলে
শুধু স্মৃতি রবে,  
মায়া-মমতা সব ছেড়ে
চলে যেতে হবে।


মাঝিমাল্লার ভাটিয়ালি গানে
রাখালের বাঁশীর সুরে,
আউল বাউল মুনি'র বেশে
পাঠিয়ো বিধি পুরে।


19/04/2020.