যতই রাখো যতনে, সব মায়া ছেড়ে --
একদিন খাঁচা ভেঙে পাখি যাবে উড়ে !  
শত ডাকলেও কভু আসবেনা ফিরে,
আজব জরাজীর্ণ খাঁচা রবে পড়ে।  
কীটপতঙ্গ মহা আনন্দে খাবে,
ক্লান্ত পাখি অচিন দেশে পাড়ি দেবে।
শূন্য খাঁচা পূর্ণ কভু নাহি হয়--
ভবপার ছেড়ে পাখি নির্জনে রয়।  
এপারে বসত গড়ে, ওপারে ঠিকানা !
খাঁচা ভাঙা পাখি আর খাঁচায় আসেনা,  
পরান পাখি ছাড়া এ খাঁচা বেমানান !
তাঁরি ডাকে খাঁচা থেকে চলে যায় প্রাণ।