১।ফণী


প্রবল বেগে আসছে ধেয়ে প্রলয়ঙ্করী ফণী,
আজ আর যাসনে ঘরের বাহিরে সোনামণি।
চারিদিকেই প্রাণীকুলের আর্তনাদ,
কতো শস্য বৃক্ষাদি হবে বরবাদ।
রুদ্ধগতিতে আছড়ে পড়বে নীল দরিয়ার পানি।


২। বাঁধন


মায়ার বাঁধন ছিঁড়ে চলে যাবো নির্জন দূরে !  
তোমার চিত্তে রবো নাহি আসবো কখনো ফিরে।
সাঙ্গ হবে জীবনের গতি,  
ধরার বুকে শুধু রবে স্মৃতি।
একদিন অবনী ছেড়ে যেতে হবে অচিন পুরে।