পথ নাহি চিনি নিয়ে চলো হাত ধরে,
আজি ইচ্ছেমত চলে যাবো বহু দূরে।
বাধাবিঘ্ন পার করে, মিলেছি দু'জনে
আসুক যতই ঝড় তুফান জীবনে ।  
কভু হবো না বিচ্ছেদ, রবো এক সনে ;
গড়বো প্রেমের নয়া নজির ভুবনে ।
প্রেমের জন্য ছেড়েছি নিজ জাতিকুল !
জীবনভর রইবো প্রেমে মশগুল।

স্বর্গ থেকে এসে প্রেম বাসা বাধে প্রাণে,
প্রেম জাতিকুল ধর্ম কভু নাহি মানে ।
দু'জনে মিলে গড়বো প্রেমের কানন ,
প্রেমিক-প্রেমিকা পাবে ঠাঁই সারাক্ষণ।  
সেথায় করিবে পান, সঞ্জীবনী সুধা !
কেউ পারবেনা দিতে প্রেমালাপে বাধা।