হাড় হাভাতে রজব আলি
লেগেই থাকে সর্দিকাশি,
গাঁটে রেখে ঔষধ পাতি
সাবাড় করে পান্তা বাসি।    


বাদল দিনে হেঁকে হেঁকে    
অলিগলি বেচে মুড়ি,
পিচ্ছিল পথে হাঁচতে গিয়ে
খন্দে পড়ে মাথার ঝুড়ি।


দিনের শেষে খালি হাতে
কাশতে কাশতে আসে বাড়ি,
গিন্নীর বলে কানে কানে
আনবো কিনে কালকে শাড়ি।


গিন্নী শুনে বেজায় খুশি
সাতসকালে মিষ্টিমুখে,
মধুর সুরে পতির ডেকে
মালিশ করে তৈল বুকে।


26 /07/2029.