হাবভাব মেমসাব ছলচাতুরী স্বভাব,
অর্থ উপার্জনে অতি পটু তবুও অভাব !
ইচ্ছার বিরুদ্ধে ওরা নব পথের পথিক,
অহরহ গড়ে তোলে কত দিবানা আশিক।
ইশারাতে কাছে ডেকে, মিষ্টি মিষ্টি কথা বলে ;
বুড়ো ছোকরার মন গলে, নেয় কোলে তুলে !
রঙ মেখে সঙ হয়ে চোখে দেয় সান গ্লাস
চলে ক্ষুধা নিবারণ তবু নেই মুখে হাস।
হরদম চলছে এ কাজ ওরা চির দুখী,
কিসের কারণে মাতে ! দুঃখ কোথায় রাখি ?
কত নারী বাড়াচ্ছে পা, আজি ভাবো সুহৃদয়...
ব্যাধি নিরসনে শুভবুদ্ধির হোক উদয়।