১.মদ  


মদ্য নাহি গিলে কেমনে বাজাই ঢোলক !  
ছন্দ তাল বোতলে বন্দি ওহে শ্যালক।
করোনা আর জারিজুরি,
নিয়ে এসো তাড়াতাড়ি।  
মদ্য নাহি গিলে গাইবে না গান গায়ক !


    ২.কি যে করি


স্বামী আমার রগচটা দেওর দিলখোলা,
দু'জনে আমায় নিয়ে করে কতই ঝামেলা !
দাও বলে দয়াল হরি ?
আমি এখন কি যে করি !
ওদের লাগি দেহ-মন পুড়ে হলো কয়লা।    


     ৩.আশা


এ জীবনভর কতই ডাকলাম যারে,
আমি একবারো দেখলাম না কভু তাঁরে।
মনের আশা হলোনা পূরণ,
আসছে সেদিন হবে মরণ।
খাঁচা ভেঙে পাখি উড়ে যাবে আকাশ পাড়ে।


     ৪.শহুরে দুলালী


শহুরের ধনীর দুলালী আসলো পাড়া গাঁয়ে,
প্যান্ট শার্ট পরা বাহারি বুটজুতো পায়ে।
অনর্গল বলে ইংরেজি বুলি--
শিশুকিশোর শুনে দেয় হাততালি।
গ্রাম্য যুবকের প্রেমে মজে তারে করে বিয়ে।