কোথায় গেলে মা জননী !
তোমার লাগি খুঁজে মরি,
তবু তোমার পাইনা দেখা !
চোখের জলে দু'চোখ ভরি।


কেউতো দেয়না দু'মুঠো ভাত
সদা থাকি অনাহারী।
ক্ষুধার জ্বালা বুকে লয়ে,
ভিক্ষা করি বাড়ি বাড়ি।


শুধাই আমি সবার কাছে--  
কোথায় আছে মা জননী?
সবাই থাকে চুপটি করে,
চোখে ঝরে শুধুই পানি।


স্বপ্নে এসে সোহাগ দেবো--
"কাঁদিস নে আর কভু মিছে,
কাজের মাঝে থাকবি ডুবে--
দেখবি দুঃখ যাবে ঘুচে"।


খোদার কাছে করি দোয়া--
দুধেভাতে থাক মামনী,
অবুজ মেয়ের করো সুখী ;
মুছে দাও তার চোখের পানি।"