কালো মেঘে আকাশ ভরা
যায়না দেখা সূর্য্যি মামা
জোরসে বইছে দমকা হাওয়া
শূন্য প্রায় দৃষ্টিসীমা।  


মড়মড় ভাঙে মুকুলের ডাল  
মুহুর্মুহু মেঘের গর্জন,
ভয়ে ডাকে শেয়ালের দল
শুরু হলো প্রবল বর্ষণ।


খালবিল জলে পরিপূর্ণ
নিমজ্জিত ফসলের মাঠ ,
হাঁসের উল্লাস ব্যাঙের উচ্ছ্বাস
জলের তলায় বাঁধানো ঘাট।


ডুকরে কাঁদে চাষির বধূ
দানাপানি মিলবে কোথায়!
পোষ্য বেচে জলের দরে...
বুক ফেঁটে যায় পশুর কান্নায়।