আশায় আশায় বেঁচে আছি,
শত জ্বালা বুকে লয়ে।
দিবা-নিশি অশ্রু ঝরে,
কি দোষ ছিলো আমায় প্রিয়ে ?


আমি নয়তো রূপের রানী
কিংবা ডানাকাটা পরী।
আমি অতি সাধারণী
সাদামাটা বঙ্গনারী।


সেদিন তুমি কাছে ডেকে
দু'হাত ধরে বলেছিলে।
আমি তোমায় ভালোবাসি,
আজি কেন গেলে ভুলে ?


তোমরা পুরুষ ভাবো মোদের,
নারী কেবল ভোগের পণ্য !
ইচ্ছামতো প্রেমের খেলা---
খেলো রঙ্গরসের জন্য !