জনমত গঠনে প্রতিকূলতা পেরিয়ে ...
বাক্যালাপে মিষ্টভাষী বুকে নেন জড়িয়ে।
সকলের আশীর্বাদে যদি হন্ নেতা ,  
সব দুঃখ দেবেই ঘুচে দিচ্ছে কথা ।
সকলের বিপদে থাকবে দিবানিশি ,
প্রতিশ্রুতির বর্ণনা দেন রাশি-রাশি ।
নেতা জনতার প্রশংসা পঞ্চমুখ ,  
জাতপাত মানেনা সবার সুখে সুখ।
পরিধানে ছিন্নবস্ত্র ! ওর নেই কিছু  ;
সদা ভোট ভিক্ষায় মাথা করেন নিচু।


ভোটে জিতে রাজকীয় জীবন যাপন ,  
ছিঁড়ে ফেলে জনতার অটুট বাঁধন !
জনতার ভোটে জয়ী, তবু যায় ভুলে !
অল্প দিনেই ধন সম্পদ ওঠে ফুলে !
নেতা দেহরক্ষী ছাড়া কখনো নাহি চলে !
সরাসরি জনতার সাথে কথা না বলে !
নেতা হয়ে ভুলে যান সব প্রতিশ্রুতি !
দ্রুত পাল্টে যায় জীবনের মতিগতি !
রাষ্ট্রের ধন ছলেবলে কৌশলে খাই !
নেতার আছে অনেক ধন ! তবু চাই ?
মদ্দ গিলে অপসংস্কৃতিতে বিভোর ,
জনতা ক্ষুধার্ত তবু রাখে না খবর ।  
দেশে ধনের পাহার জনতা পায়না ,
নেতার অঙ্গে কারুকার্যময় গয়না !
স্বার্থের লাগি বুভুক্ষুর আহার কাড়ে ,
সভ্য যুগ চলছে এ ভব সংসারে ।