অশ্রুভেজা নির্বাক মেয়ে
আদুল গায়ে পথে বসে,    
মাতৃহারা এলোকেশী
একনাগাড়ে ঝামা ঘষে !  


পাশকাটিয়ে কত মানুষ
সমুখ পানে যাচ্ছে চলে,
সভ্য মানুষ নাহি দেখে
বিড়বিড় করে কি যে বলে !


বদমেজাজি মানুষ গুলো
পাগলী বলে ক্ষ্যাপায় তারে,
ইটপাটকেল ও লাঠি ছুঁড়ে
নিক্ষেপ করে সরু ঘাড়ে।


ক্ষুধায় কাহিল এলোকেশী
হাত বাড়িয়ে দোসর ডাকে,  
কচিকাঁচা আসে ছুটে
মেঠো পথে দরগার বাঁকে।


নিঃসঙ্গ লাঞ্ছিত দুঃখী  
দরগার ভোজ উচ্ছিষ্ট খেয়ে,
কোনও রকম আছে বেঁচে  
বাকরুদ্ধ অসহায় মেয়ে !


গঞ্জের হাটে বটের তলে
প্রতি হপ্তায় ছুটে আসে ,
দাদু বলে,"এবার থেকে
অধম থাকবে তোমার পাশে"।


"সহমর্মিতার সংবেদন"


19/08/2022.