মক্কা শহরে দয়াল রসুল মোত্তালিবের সংসারে,
আব্দুল্লাহ মৃত্যুর অর্ধ-বছরে,নূর এলো ঘরে।
ঐতিহ্যময় কুরাইশ বংশে মা আমিনার কোলে,
মরু শহরে স্বর্গীয় আলোয় মহামানব দোলে।
মুত্তালিব ডাকেন মোহাম্মদ,জননী বলেন আহমদ,
দুগ্ধমাতা হালিমার স্নেহময় প্রিয় নূরে মোহাম্মদ।
খোদার রহমতে পাঁচ বছর করে লালনপালন !
দাদুর সংসারে কিশোর নূর রসুলের প্রত্যাবর্তন।
খোদার রহম মায়ের আদর স্নেহ মায়ামমতা,
মা ও দাদুকে হারিয়ে, বাড়ে সুফিয়ানের শত্রুতা।
চাচা আবুতালিবের সাথে মেষচারণে কিশোর রসুল!
মাতৃ-পিতৃহীন বিষণ্ণ জীবন,প্রকৃতির প্রেমে মশগুল,
ব্যবসাবাণিজ্যে সিরিয়া গমন,বিধবা খাদিজার দর্শন।
রসুলের গুণেতে আকৃষ্ট ধনীর দুলালীর বিবাহবন্ধন!  
খোদার মেহেরবানিতে দাম্পত্য ছিল অনাবিল সুখ,
চার কন্যা,দুই পুত্র এলো নবমুখ।।


মা খাদিজার জীবদ্দশায় পেলেন নবওয়ত।
পত্নীর মৃত্যুতে হবে কি সাধনার মউত !
হেরার গুহায় প্রার্থনায় প্রিয় নূরে রসুল।
প্রভুর রহমতে সন্ধান পেলেন দূত জিব্রাঈল !
তাঁর মাধ্যমে রসুল পেল আল-কোরানের বাণী।
সাম্য,মৈত্রী,স্বাধীনতা,বৈষম্যহীন, ইসলামের ধ্বনি ;
ঈমান, নামাজ,রোজা,যাকাত,হজ মৌলিকত্ব।
একেশ্বরবাদ, নিরাকার, ইসলামের মূল ভাবতত্ত্ব ;
বদর,ওহোদ যুদ্ধশেষে ইসলামপন্থীর জন জোয়ার।
কোরানের পবিত্রবাণী সারা বিশ্বে আজ সমাদার !
দয়াল রসুলের করুণ জীবন সদা বেদনাযুক্ত,
তিনি পথ দেখিয়েছেন বিপদ হতে মুক্ত।
হাদিশ বর্ণিত হজরতের আধ্যাত্মবাদী বিবি আয়েশা!
কন্যাফতেমা,দৌহিত্র হাসান-হোসেন,আরবেরভরসা,
ইহকাল-পরকালে পারের কাণ্ডারি নূর নবী হজরত !
তাঁরই নামে দরুদ পড়ি মদিনায় গোর যিয়ারত।।