****১.


অদৃশ্য দুশমন চৌদিকে
কে যে কখন মরে,
সারা দুনিয়া বিছিন্ন
মানুষ বন্দী ঘরে।  
    
     ****২.  


বলার মানুষ অনেক আছে
দেখার মানুষ দুর্লভ,  
সবাই চলে নিজের স্বার্থে
বন্ধু নয় আর সুলভ।


     ****৩.


আজি ভবে চরম দুর্দিন
চারিদিকে সুনসান,
মুঠোফোনে কাটে সময়
কল্পলোকে ছুটে পরাণ।    


    ****৪.


আনাজপাতি আকাশ ছোঁয়া,
অসাধুর কারসাজি,
দৃশ্য দেখে নির্বাক
বিষাদ মাখা এ-মন আজি।  


    ****৫.


বাঁচার জন্য ঘরে বসে
ভয়ে যবুথবু,
বিপদকালে রক্ষা করো
ঈশ্বর,আল্লা,প্রভু।  

০১/০৪/২০২০.