বাবাকে দেখেনি মাতৃহারা ছেলেবেলা !
মনিবের নির্দেশ করে না অবহেলা,
ষোল সাল আগে মা দেয় বাবুর দ্বারে !
রোগ শয্যা মাকে দয়াল নিলো ওপারে ।


পিতা-মাতাহীন, ভবে কেউ নেই তার !
কাজে গরমিল হলে বাবু দেয় মার ।
প্রত্যহ হাড়ভাঙ্গা খাটুনি দিবা-নিশি !  
রোজরোজ খেতে দেয় পচা পান্তা বাসি ।


নিজের ছেলেকে করতে চান ডাক্তারি
প্রতিমাসে-ই টাকা পাঠান কাড়িকাড়ি !
লেখাপড়া করেনা নেশায় থাকে ডুবে !
বন্ধুরা অতিষ্ঠ হস্টেল ছাড়বে কবে ?


মনিব অনাথকে দেয়না কানাকড়ি !
তবু অনাথ কভু করে না জারিজুরি ।
এ ভবে মনিব ছাড়া কেউ নেই তার ,
শত ঝড়েও ছাড়ে না মনিবের দ্বার ।


মনিব ওকে অন্ধকারে রেখে ভরছে অর্থে গোলা !
পুঁথিগত বিদ্যা নেই ! সদা সাদাসিধে আত্মভোলা ।