শীতের আমেজ গায়ে মেখে
ঝাঁকে ঝাঁকে আসে ধেয়ে,
চিরসবুজ উর্বর ভূমে
পরিযায়ী থাকে চেয়ে।


হিমেল হাওয়ায় মিঠেল রোদে
জলকেলি ঝিলের জলে,
গোধূলি লগ্নে গান গেয়ে  
বনে ফেরে দলে দলে।


ঊষাকালে রংবাহারী
পাখা মেলে নীল আকাশে,
ছুটে আসে জলাশয়ে
হর্ষে নাচে কোমল ঘাসে।  


সূর্য কিরণ তপ্ত হলে
সঙ্গে নিয়ে হাজার স্মৃতি,
যায় চলে সাইবেরিয়াতে
জাগ্রত হোক মানব প্রীতি।  


# সকল কবি ও পাঠকগণকে ইংরেজি
নব-বর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল।      


31/12/2020.