চালচুলোহীন মা-হারা অভাগিনী ,
বাবা পাগলাগারদে নেই সঙ্গিনী।
মাতৃকুলে ষোড়শীর হলো ঠাঁই ,
মামা সুহৃদয় মামী গীবত গাই ।


মামার দুয়ারে খাটে দাসী !
মামীর হুকুম শোনে দিবানিশি,
অন্নভোগ হয়না, তার দিনভর।
অভাগিনীর ইচ্ছে থাকবো জীবনভর !


কর্মে থাকে মজে অভাগিনী
মামী জেনো বিষধর কালনাগিনী !
লাঞ্ছিত বঞ্চিত অসহায় কিশোরী,
যন্ত্রণা বাড়ায় মামার শাশুড়ি।


কায়িক শ্রমে গায়েরচামড়া ময়লা ,
মামাবাড়িতে জীবন হলো কয়লা !
দুজনে মতলবহাসিলে সদা ব্যস্ত,
অভাগিনীকে পতিতালয়ে করে ন্যস্ত !


ইচ্ছার্থক নয়, প্রসাধন মেখে,
দাঁড়ায় গলিতে অশ্রুভরা চোখে !
সুরাপানে ভুলাই জীবনের যন্ত্রণা,
মাসে-মাসে নিতে আসে নাজরানা !


যুগযুগ ধরে চলছে অনাচার,
হয়না তবু কুচক্রীদের বিচার ?
সরকার বদলায় থাকে ব্যধি ,
অভাগিনীদের জীবনী শুনে কাঁদি !