রগচটা স্বামী তার, রাহাজানি করে।    
রাতভর অপকর্ম, ঘুময় দুপুরে !    
রক্ত মাখা হাত দানবীয় ঐ চেহারা,
রমণী প্রাণপতিকে দিতেছে পাহারা।
রগচটা নেশাখোর কেন স্বামী তার !
রমণী চায়না প্রাণপতি হোক পর ;
"রহমান, হে রহিম ! স্বামী দাও ফিরে !
রবের নিকট বধূ, ফরিয়াদ করে। "


রাহাজানি জীবন যে, কতনা বিদুর ;
রহমতে হয়ে যাবে, জীবন মধুর।  
রমজান মাসে পতি দেয় ইফতারি,
রাতভর ইবাদত বিলান সেহেরি !
রাতদিন সৎকর্মে এখন বিভোর,
রসুলের বাণী মুখে, ভাবেন কবর ।।