আজি নেতা নাহি শোনে জনতার কথা !
অতি সাবধানী, হয়না স্বার্থ বৃথা।
জোচ্চুরি বাটপাড়ি, বড়ো পণ্ডিত !
কৌশলী খিলাড়ি, নড়বড়ে নয় ভিত !  
মচকাবে না পা, বুঝেশুঝে মারে লাফ---
কত শত লাফে কভু নাহি লাগে হাফ !


যেখানে যা মেলে, তখনি পকেটে ভরে ;
এতো টাকা তবু জনতার ধন কাড়ে !
খেয়েদেয়ে হয় ষাঁড়ের ন্যায় গতর !
সাধের বদনে লাগায় দামি আতর।
রংতামাশায় হরদম থাকে মজে,
অভিনব ছলে আখের গুছায় নিজে !


আমজনতার দুখে হয়না কাতর !
কভু জনতার রাখে না কোন খবর।
রাজস্ব চুরি করেও খাটে না জেল !
আইনের ফাঁক গলে পেয়ে যায় বেল !  
এ ভবে চলছে, ওদের মাতব্বরি--
ছলেবলে করে পর ধনে পোদ্দারি !