ঐ দূরের সবুজ মাঠ, পাখি ডাকা ভোরে,
রাখাল ছাড়ে গৃহ, যায় প্রকৃতির কোলে।
ধূলো উড়িয়ে,সারি-সারি গরুর সনে,
গন্তব্য নদীর তীরে,উন্মুক্ত ভূমি গোচারণে !
সদ্য শিশির ভেজা সোনালী ফসল।
শিশিরেধৌত পা,হাওয়ায় দোলায়িত মন;
সোনার আলোয় উদাসী মন করে হরণ।
ফিঙের নাচন ডাহুকের মধুর ধ্বনি,
ফুলের বনে,মৌমাছির গুন্ গুন্ ;
মাটির ঘ্রাণে কৃষ্ণকায়ের ভরে মন।
রাখালেরা গ্রাম্য খেলায় আনন্দে আত্মহারা।
উল্লাসিত নদীর ঘাটে বধূর দল,
রাখালের বাঁশরিতে ছড়ায় মধুর সুর।
বিধির কাছে প্রার্থনা,মরণের পরে !
আবার ফিরে আসি,পল্লীর গাঁয়ে।।