খোকন সোনা চাঁদেরকণা  
তুমি আমার হীরে সোনা।  
আজি থাকো কেন আনমনা !
পিসি আনবে হাজার খেলনা।


কোথায় গেলো রাঙ্গা পিসি ?
পিসির খুঁজি দিবা-নিশি।
তারি জন্য কাঁদে এ মন,
ও মা পিসি আসবে কখন ?


নতুন সাজে কেন সাজলো ?
যাবার সময় কতো কাঁদলো !
তবু ওরা নিয়ে গেলো,
সঙ্গে আমার নাহি নিলো।


ক'দিন পরে পিসি এলো
তারে ধরে অনেক কাঁদলো।
"আর তো যেতে নাহি দেবো ;
এবার পিসির বেঁধে রাখবো "।।