ভোরের আলোয় ভাঙ্গল অলস ঘুম,
চারিদিকে কলরবে নব কর্মের ধুম।
ভোরের বিশুদ্ধ হাওয়ায় দেহমন তরতাজা,
বেতারে শুনলাম সন্ত্রাসীর অভিনব সাজা।
প্রাকৃতিক ক্রিয়াকলাপের পর বসিয়েছি রান্না,
হঠাৎ মুদির দোকানে মাসীর কান্না।
ও মাসী কি হয়েছে,মোর বলোনা !
সদায় কিনতে টাকা আর মেলেনা,
নুন আনতে পান্তা ফুরায় জানি।
আছে ধার আনাজের দোকানে মানি
বাড়ছে দাম, বাড়ছে ধার, তাই কান্না।
মিলছেনা আর সরুচাল বলছে নাতনী পান্না,


এসে দেখি সেদ্ধ ভাতের গন্ধ
একটু আলুর দম লাগবেনা মন্দ।
যেতে হবে কাজে না-হয় দেরি,
মনিবের সেবার শেষে ফিরবো বাড়ি ;
বিকেলে টি.ভিতে নানা রকমারি সমাচার।
হাসিঠাট্টায় চাই, ঝাল মুড়ি আচার,
ক্রিকেট খেলা দেখতে দর্শকরা হাজির,
কারেন্ট আর আসবেনা বলছে নাজির !
তারপর শুনি এফ.এমে নানা অনুষ্ঠান,
আশ্চর্যজনক জবর খবর দিই কান !
আজ রাতে আবার করবো রান্না,
বন্ধু সব হোটেল ছাড়া খান-না।।