##############################
কবিতার আসরে স্বনামধন্য বরেণ্য কবিবর---
গোপাল চন্দ্র সরকার এর রচিত কবিতা,
"শখ" এর ছায়া অবলম্বনে রচিত।কবিতাটি,
শ্রদ্ধেয় বরেণ্য কবিকে উৎসর্গ করলাম।
###############################


শখের বশেই হচ্ছে ; অজানাকে জানা,
শখ কভু কোন বাধা বিপত্তি মানে না ।
শখ জীবন চক্রের সুখের প্রেরণা,
শত আপদ-বিপদে হারিয়ে যায়না !
শখ বিহীন মানুষ সদা মৃত্যু প্রায়...
শখ পৌঁছে দেয় অতি জ্ঞানের চূড়ায়।
শখহীন জীবন তো রুক্ষ মরুভূমি ,
শখের লাগি উন্মাদ প্রেমিক ও প্রেমী।  


সমাজে সর্বস্তরের শখের বন্দনা,
শৌখিন মানব পায় ; খোদার করুণা।    
শতশত বিজ্ঞজন শখের পূজারি,
শখযুক্ত শান্তিপ্রিয় জ্ঞানের ভাণ্ডারী।    
শূন্য শখ বয়ে আনে অপূর্ণ জীবন !
শেষবিচারে শখের হবে মূল্যায়ন।।