অলস দুপুরে নির্জন নদীর পাড়ে,
মাছরাঙ্গা শিকারীর অপেক্ষায়।
রাখাল বালক গাইছে, প্রচলিত সুরে,
কৃষক-কৃষিনী মাড়াই করছে, শস্যের দানা।
নদীরবাঁকে স্বচ্ছজলে,জেলেরা মাছের সন্ধানে,
দূরে আকাশে উড়ন্তচিল, ক্লান্ত কাকের ঝাঁক।
ভাগারে পশুর ভগ্ন-কঙ্কাল, দূরে মরিচিকা
তাপদাহে প্রানীকূল, পুড়ছে সবুজমাঠ।
নদীরপাড়ে বটগাছেরতলায় ক্লান্ত পথিক,
শীতল ছায়ায় রাখাল, কৃষক,জেলে,মজুর।
বৃক্ষরাজে ঠাঁই নিয়েছে,পক্ষী সুউচ্চডালে,
কিশোররা আনন্দে মাতোয়ারা গ্রাম্যখেলায়।
ফেরিয়াওলার স্মৃতি ভাসে অতীতকালের,
সাপুড়ে ঝাঁপান-গানে কালনাগিনী নিয়ে মত্ত।
ক্ষুধার জ্বালায় আর্তনাদ হনুমানের দল,
হঠাৎ আকাশে মেঘের ঘনঘটা,বিদ্যুতের ঝলকানি,,
সকলে আশ্রয়ের খোঁজে বৃক্ষরাজ আজ একা।।