এ ভবে কেউ বা নাহি রবে!  
ডাক আসলে যেতেই হবে,  
এসেছ একা যাবেও একা
যাবার কালে পাবেনা সখা।


সময় গেলো হেলাফেলায়,
শেষ বেলায় স্মৃতি কাঁদায় !
রংতামাশা রইলে মেতে  
টাকা জমালে অসৎ পথে।


সদা চলেছ নিজ খেয়ালে
প্রভুকে কভু নাহি মানলে !
যার দয়ায় আসলে ভবে,  
তাঁরি নিকট ফিরতে হবে।


শেষ বেলায় কাঁদছো কেনো ?
প্রভুর বাণী এখন মানো।
সময় কালে করো স্মরণ
পাবেনা আর নর জীবন।


থাকতে হবে গহিন গোরে,
আলোহীন ঐ বদ্ধ ঘরে !
জবাবদিহি করতে হবে,
থাকলে কড়ি তবে পারবে।।