অনেক খুঁজেছি তোমায় শহরতলিতে,
দেখা হয়নি, উন্মুক্ত নয়নে।
বাঁধা পাই বৃহৎ অট্টালিকায়,
পাইনি বিশুদ্ধ আলো বাতাস।
শিশির কনা পায়না মাটি।
হরণ করছে আধুনিক সভ্যতা,
যানবাহনের হর্নে হয়নি শোনা!
পাখিদের কিচিরমিচির মধুর ধ্বনি,
কৃত্রিম আলোয় চন্দ্রমা লুকায়!
অর্থের সন্ধানে দৌড়াচ্ছে জনতা।
গলি থেকে রাজপথ সবাই স্বার্থান্বেষী,
এখানে কি ভাগ হয়,মায়া মমতা !


      মোর সোনার গাঁয়ে তোমায় পাই।
সদ্য শিশির ভেজা সবুজ মাঠে,
ঘাসের ডগায় সোনার আলো।
উন্মুক্ত নীল আকাশ বিশুদ্ধ বাতাসে,
ফুলওসোদা মাটি ছড়ায়,সুরভী গন্ধ।
প্রভাতে ও গোধূলির লগ্নে পাখিদের কাকলি,
দীঘির জলে জোছনার ঝিকি্মিকি্।
জোনাকিরা খেলায় মত্ত লুকোচুরি।
মনের সুখে রাখাল বাজায় বাঁশি তেপান্তরে !
সারি সারি গরুর গাড়ি মেঠো পথে।
শীতল ছায়াঘনর মাঝে পল্লীতে তোমায় পাই,
এখানে সবাই সরল সোজা সকলের তরে।


সোনার গাঁয়ে মায়ের আদর-স্নেহ হয়না হরণ।
খুঁজে পেয়েছি তোমার!এখানে হয় যেন মরণ।