প্রলয়ঙ্করী ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন।
অসংখ্য গাছের ডাল বিদ্যুৎবাহী তারে ঝুলছে !
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।থেকে থেকে বিদ্যুতের
ঝলকানি।নিশাচর প্রাণীর আর্তনাদ।


পেটের পীড়ায় আজও জালনার ধারে দাঁড়িয়ে।জলন্ত
লণ্ঠনটি ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে।নদীতে মাঝিমাল্লা জেলেদের হাক শোনা যাচ্ছেনা।মনে ভয় জাগছে।মনের সাথে কথা বলে চলেছি।কতো প্রশ্ন - -- ! উত্তর কিন্তু ---?


উপলব্ধ করলাম ! আদিমতম যুগে পৌঁছে গেছি !বিজ্ঞানের জয় যাত্রা গভীর অন্ধকারে নিমজ্জিত !প্রকৃতির কাছে বিজ্ঞান আজও অসহায়।নানান প্রশ্ন ঘুরপাক খেতে খেতে পূর্ব দিগন্তে স্বর্ণালী আভা ফুটে উঠলো।মনে ভয় উবে গেল।ঐ রাতে আদিম যুগে ঘুরে এলাম।উপলব্ধ,বিজ্ঞানের ছোঁয়ায় উবে যাবে কি ?  


২৪/১০/২০১৯.