পৃথিবীজুড়ে ক্রমশ ; বাড়ছেই উষ্ণতা,    
প্রকৃতি হয়েছে বৈরি, হারিয়ে নিজস্বতা।    
ঋতুচক্র সময়ে হয়না আবর্তিত !
প্রাণীকুল দিশেহারা সুহৃদয় চিন্তিত।
গলছে বরফ বেশি, হচ্ছে জলোচ্ছ্বাস !
আজি দূষিত বাতাস নেই ফুলের সুভাষ,
ব্যাধির প্রাদুর্ভাবে শঙ্কিত ভবধাম।
ক্রমশ দুনিয়াময় হচ্ছে জাহান্নাম !
উষ্ণায়ন বৃদ্ধি লয়ে চলে দোষারোপ--
মোড়লগণ গরীব দেশের প্রতি আরোপ !
মোড়লরা দোষারোপ ভুলে হও সোচ্চার,  
সবে উষ্ণায়নের করি বিরুদ্ধাচার।