কতকাল কালীঘাটের শ্মশানে,
যাওয়া হয় না!
মৃত আত্মা গুলো আজো কি,
আমার জন্য অপেক্ষা করে!
ওদের কথা ভেবে বড্ড কষ্ট হচ্ছে আজ,
ইচ্ছে করছে ছুটে গিয়ে,
তাদের একটু দেখে আসি।


কতকাল তাদের সাথে বসে,
শীতের রৌদ্রুর পোহানো হয় না।
আচ্ছা কালীঘাটের শ্মশানের,
সে ডোম হরি দা কি!
আজো বেঁচে আছে?


অকালে বউটা মারা যাওয়ার পর,
লোকটা আর শ্মশান ছেড়ে বাড়ি ফেরেনি।
সে থেকে একটা জীবন  শ্মশানে,
শব দাহ করতে করতে কাটিয়ে দিয়েছে।


কত করে বলেছি ও হরি দা
আরেকটা বিয়ে কর,
সে আর করলো না।
শুধু বলতো আবার বিয়ে করলে,
আমার ললিতা কষ্ট পাবে।


ও হরি দা.....আর কত!!
এবার না হয় বাড়ি ফিরে চলো,
সে একি উত্তর!
আমার ললিত কষ্ট পাবে।