হে স্বাধীনতা তুমি কি শুধু বদ্ধ রবে গল্প কবিতা গানে।
নাকি ইতিহাস হয়ে পড়ে রবে ঐ বন্দি সংবিধানে!
রক্ত দিয়েছে মুসলিম ভাই দেয়নি কি হিন্দু?
তবে কেন আজ মালোয়ান নামে বিষাদে ভরায় সিন্ধু।


হিন্দু বলেকি নেইনি সম্ভ্রম ওসব নারীদের,
তবে কেন আজও জোটেনি উপাধি বীরঙ্গনাদের?
২৬শে আছে সংবিধানে মৌলিক অধিকার,
জানে নাতো কেহ অন্ন, বস্ত্রের দায়িত্বটি কার!


দুয়েতে আছে সংবিধানের ধর্মীয় স্বাধীনতা,
তবে কেন ঘটে নাসিরনগর,সাওতালদের ব্যথা!!
আইনের চোখে সমান সুযোগ পাইবে বলিছে বিশে,
তবে কেন দেশ ভরিয়া গিয়াছে সাম্প্রদায়িক বিষে?


দেশ ভড়িয়াছে আমলাতন্ত্রে বাড়িছে দেনার ভার,
দুর্নিতি আর স্বজনপ্রীতির দায়িত্ব বল কার?
শহীদ মিনারে যাই যে মোরা পায়ে দিয়ে চপ্পল,
যা-হোক আমরা স্মরণ তো করি এটাই যে সম্বল।


দ্বিতীয় ভাষাতে সম্মান দিল ছোট্ট সিয়েরালিওন,
আমরা ভাষাকে বিকৃত করি হরেক রকম দূষণ।
আমরা হাকিয়া চিৎকার করি বিদেশে ঘটিছে কি,
নিজের দেশের মানবাধিকারে হচ্ছে না অবনতি?


হয়তো এদেশে রবেনাতো কভু বিধর্মী বলে কিছু,
ছাড়িলেও দেশ নর পিশাচেরা ছাড়িবে নাতো পিছু।
সংখ্যালঘুরা দেশ ছাড়িলেও কিছুতো যাবে না থেমে,
স্বাধীনতা শুদহু রবে বদ্ধ মলাটে না হয় বন্দি ফ্রেমে!!