তোমার আমার ভালোবাসার আজ প্রথম মাসের পূর্ণ তিথি
আর সেই এক মাসের রয়েছে সহস্র মধুর স্মৃতি
কষ্ট যে ছিল না আমি বলবো না
আর যা ছিল তাঁকে আমি কষ্ট বলি না
করণ তোমার সেই কষ্ট মাখা ভালোবাসা
পূর্ণ করেছে আমর হৃদয়ের সকল আশা।


তোমার আমার ভালোবাসা আজ নয়তো কোন কল্পনা
হৃদয় দিয়ে বলছি তোমায় এ সব ই যে আমার ভালোবাসা।
আর তোমার তোমার ভাবনাগুলো ভাবায় আমায়
সত্যি ভালোবাসো তুমি আমায় সেটা মিথ্যা কোন গল্প না।


আজ প্রথম মাসের পূর্ণ তিথি, তাই তোমার কাছে  আমার চিঠি
হৃদয় দিয়ে লিখছি সবই, আর কল্পনায় আঁকছি তোমার ছবি।
ভাবছি তোমার মায়াবী চোখ, জানি না তা দেখা হোক বা না হোক।
তুমি কি বলতে পারো কিভাবে কাটবে, তুমি হীনা এই বিরহ শোঁক।


রংধনুর ঐ সাত রঙে সাজাই তোমায় প্রতিক্ষণে
সুখ যে তোমার হৃদয় পানে
ভালোবাসার মধুর গানে ভরবে তোমার মনটা
যা আছে আমার তা সবই দিব, শুধু বল চাও তুমি আজ কোনটা।


নীল আকাশের চাঁদের হাঁসি, সেই চাঁদের ঐ জ্যোৎস্না রাশি
ভোর সকালে পাখির গানে সূর্য দীঘল দিনটা।
সূর্য যাবে চাঁদের বাড়ি , মেঘ জমবে তাদের বাড়ি
অঝোর ধারায় ঝরবে শ্রাবণ ভরবে তোমার মনটা
যা চাবে তাঁর সবই দেব, চাও বল তুমি কোনটা ?
আজ তোমাকে বলছি আমার হৃদয় উজাড় করে
ভালোবাসি আমি যে ঐ তোমার অবুঝ মনটা।  


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ০১-০৫-২০২০ইং, সময়ঃ ৫ঃ১৭মিঃ (এএম )