আজ তোমার জন্য আমি লিখবো হাজার কবিতা
আজ তোমার জন্য শিখবো আমি কখনো যা হয়নি শেখা।
আজ তোমার জন্য আমি ভাংবো চিনের প্রাচীর।


আজ তোমার জন্য হয়ে যাবো,
গোধূলির বিকালের সেই একঝাঁক পাখির ভিড়।
শিকারী হয়ে হয়ে তুমি তানবে ধনুক,
আর আমার হৃদয়ে বিঁধবে তীর।


চাঁদের জ্যোৎস্না হয়ে তুমি ছড়াবে আলো,
আমি হবো আকাশের নীল
তুমি আর আমি আজ যোজন ব্যাবধানে,
তবুও হৃদয়ের আলাপনে মিল ।


গ্রীষ্মের রাতে আমি দক্ষিণা বাতাস হবো ,
তুমি হবে জ্যোৎস্নার আলো।
বসন্তের গোধূলির রক্তিম আভায়,
আমি তোমায় বাসবো ভালো।


রচনাকালঃ ঢাকা ০৪ এপ্রিল ২০২০ | সময়ঃ ১১ঃ৩০মিঃ(পিএম)