আমারও তো রাগ হ্য়, বাড়ে অভিমান
বোঝনা কেন তুমি ওগো আমার জান।


তোমারি জন্য আমি থাকি যে প্রতীক্ষায়
আমি কি তবু পারিনি আজও করতে
তোমার ঐ হৃদয়টাকে জয়।


তোমারি জন্য আমি লিখেছি কবিতা
তোমার জন্য গাওয়া বেসূরে গান ।
তুমি কেন বোঝনা হৃদয়ে আমার রয়েছে
তোমার জন্য কত না টান ।


আমারও তো রাগ হ্য়, বাড়ে অভিমান
বোঝনা কেন তুমি ওগো আমার জান।


কবিতার ভাষা নেই , নেই কোন সূর
তবুও তুমি আমি আজ এতটা দূর।
দু'চোঁখের ভাষা আজ বেদনা-বিধুর
হৃদয়ের সূর তাই কণ্ঠ তোমার বাজে কত না মধুর।


তোমাতে আমতে রাগ ভালোবাসা জমে থাক
ভাংবে জানি তবু আমাদের পণ।
তুমি আর আম তবু রাত জাগা পাখি হব
ভালোবেসে ছুয়ে যাবো দুজনার মন।


আমারও তো রাগ হ্য়, বাড়ে অভিমান
বোঝনা কেন তুমি ওগো আমার জান।


রচনাকালঃ ঢাকা, ১০ মে ২০২০ | সময়ঃ ১২ঃ০২মিঃ(এএম)