আর কত কি দেখবে তুমি বাংলার মাটিতে
হারামির দল মিলেছে সব নাস্তিক ঘাঁটিতে ।
কোন দেশেতে আছো এখনো, এমন করে বসে
ভয় কি তোমার নেই এতটুকু সেদিনের কথা ভেবে
যেদিন তোমার রক্ত, মাংস, হাড্ডি পরবে খসে?
ওহে মনুষ্যদল জাগ্রত হও এখনো কি আর বাকী?


কত দিন আর এভাবে তুমি নিজেকেই দিবে ফাঁকি,
বাকীতে ফাঁকিতে সময় তো আর কম কাটালে না ভাই ।
এভাবেই যদি কাটাও সময়, হয়ে ভিরু কাপুরুষের দল
তবে কেন বলেছিল নজরুলঃ
চল রে নও-জোয়ান, শোন রে পাতিয়া কান
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে, জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল


বলছি তোদের জাগ রে জাগ বেহুঁশ
কতদিন আর ঘুমাবি তোরা হারিয়ে তোদের হুঁশ?
জেগে ওঠ হীনবল!
শক্ত করিয়া মুষ্টি তোদের সামনে এগিয়ে চল
আমরা গড়িব নতুন করিয়া ধুলায় তাজমহল!


লেখকঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৬ | সময়ঃ ১ঃ৩১মি (এএম)