ঐ যে দেখ চাঁদ উঠেছে রমজানেরই চাঁদ
সবার কাছে পৌঁছে দিলাম খুশীর এই সংবাদ।
আজ থেকে যে রাখবো রোজা প্রতিটি রমজান
হৃদয় থেকে ফেলবো মুছে সকল বাজে ধ্যান।


আর কখনো করবোনা যে কোন খারাপ কাজ
খোদার কাছে দু হাত তুলে চাইবো দোয়া আজ;
রমজানেরই সকল দয়া সকল ক্ষমা করো আমাদের,
আমারা জেন এপথ থেকে গাফেল না হই ফের।


তোমার যত রহমত আছে বরকত, মাগফিরত
সব কিছু আজ দাও আমাদের করেছি শপত।
আর কোন দিন ভুলবো নাকো তোমার দেয়া পথ।
যতই আসুক সুখের সময় আর ভয়ঙ্কর বিপদ
তবুও মোরা ছাড়বো নাকো তোমার দেখানো পথ।


রমজানের এই ত্রিশ রোজা কিংবা ঊনত্রিশ
কিছুতেই নাই যে তোমার রহমতের কোন শেষ।
তুমি মোদের সৃষ্টিকর্তা, অন্যদাতা তুমি রহমান
সকল বিপদ-আপদ থেকে মুক্ত করে বাঁচাও মোদের প্রাণ।


তোমার কাছে নেই ভেদাবেদ নেই কোন নিচু লোক
গরিব-ধনী বৃদ্ধ-যুবক সবাই তোমার আশ্রাফুল মাখলুক।
হে দয়াময় দয়া করে মোদের পূর্ণ কর ঈমান
তোমার দয়া ছাড়া কভু আসে না কল্যাণ
তাই আমাদের প্রদান কর বরকতময় রমজান।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
২৪-০৪-২০২০ইং ৭ঃ২৫মিঃ (পিএম)