কিছু ভালোবাসা ছিন্ন প্রায় কিছু ভালোবাসা পূর্ণ
কত হৃদয়ের সব স্বপ্নগুলো তাই অচিরেই হবে শূন্য।
তোর আর আমার ভালোবাসা এই কোয়ারেন্টাইনের জন্য
মুকুলেই সব রয়েছে থেমে কবে জানি হবে ধন্য;


তুই নেই বলে হৃদয়ে আমর স্বাদ নেই একবিন্দু
তোর পিপাসায় শুকিয়ে গিয়েছে তিব্বতের ঐ সিন্ধু।
তুই নেই বলে নগরীর সব রোড-ঘাট আজ ফাঁকা
শহরটা আজ শূন্যতার দীর্ঘশ্বাসে নিস্তব্ধতায় ঢাকা।


জনহীন এই ভূতুড়ে শহর আজ নিষ্প্রাণ নিশ্চিহ্ন
নগ্ন দেহে পরে আছে সব, নেই কোন পদ চিহ্ন।
নির্দয় আজ হয়েছে হৃদয় তাই করে সব চিৎকার
বেওয়ারিশ লাশ পরে আছে তবু কেউ করেনি তা সৎকার।


রচনাকালঃ ঢাকা, ০৫-০৫-২০২০ইং | সময়ঃ ১২ঃ৪৫মিঃ (পিএম)