(বন্ধূ-১)


এমন ভাবে করবি তোরা ভাবতে পারিনি
সারাজীবন তোদের নিয়ে কত ভেবেছি
যতন করে মনের মাঝে পুষে রেখেছি।
হয়তো তোরা এখনো আমায় বুজতে পারিসনি
সত্যি তোদের হৃদয় থেকে আপন ভেবেছি
এমন ভাবে ই হয়তো তোরা হারিয়ে যাবি।


তোরাই আমার জীবন সখা তোরাই আপন জন
তাইতো তোদের একটু হেলায় কষ্টে ভাঙ্গে মন।
তোরা আছিস তোরাই থাকবি কেনো ভাবিস না
তোদের সুখের মুহূর্ত গুলোয় কেন ডাকিস না
আমার সকল হাঁসি কান্না সবই তোঁরা জানিস
সত্যি কি তোরা আমায় ভালো বন্ধু ভাবিস ?


তোদের ছাড়া আমি কিছুই ভাবতে পারিনা
তাই তো তোদের ছাড়া আমি বিশেষ কিছুই করি না।
জীবন শুরুর বন্ধু তোঁরা তোদের নিয়ে ই বাঁচা
তোদের ছাড়া সত্যি কি বল হয় তেমন বাঁচা ।


তোরাই যখন ভাবিস না আর আমায় তোদের মতন
এমন করে থাকবো আমি মনে কষ্ট করে যতন ।
তোরাই আমার বন্ধু ছিলি সকল দুঃখের সঙ্গি ছিলি।
সকল সুখের মুহূর্তো তে সঙ্গী তোরা সবাই
কিন্তু তোঁরা সবাই ছিলি আমার বন্ধু জানাই।


সবাই আমার বিশেষ ছিলি কেউ ছিলিনা পর
সময় অসময় আড্ডা দিলতাম মিলে বন্ধু সয়ম্বর
থাকতিস তোরা সকল সময় হৃদয় রঙ্গিন করে
কোণ কিছুই পারতো না যে তোদের বন্ধী করতে।


জানি না আজ কি যে হল, কেমন যে এক সময়
ভুলে গিয়ে সকল স্মৃতি , পুরনো দিনের কথা
নতুন নিয়ে আছিস তোরা , অতীত ছেড়া পাতা।


রচনাকালঃ ঢাকা  ২০ এপ্রিল ২০২০ ইং | সময়ঃ ৬ঃ৫০ মিঃ (পিএম)