গোধূলির বেলা শেষে তোমাকে দেখে তাঁর
চোখ ফেরানো আর হলো না;
তোমার ঠোঁটের কোনে কি দারুণ মিষ্টি হাসি
স্মৃতি থেকে আজবদি গেল না।
তোমার হরিণী নয়ন আবেগী কোমল কেশ
মুগ্ধ করেছে যার মনটা।


তুমি তো তাঁর প্রিয় আবেগি মহনীয়
মুখ যেন ঝরে পরে জ্যোৎস্না,
এত রাগ এত কিছু হৃদয়ের আগে পিছু
দুঃখ টা আজ তোলা থাকনা।
তাঁর জন্য তুমি তোমার জন্য সে
ভালোবাসা আর একটু আগাক না;
দুজনের খুনশুটি সামান্য ভুলত্রুটি
এভাবেই ভালোবাসা রয়ে যাক না।


রচনাকালঃ ঢাকা, ২৫ নভেম্বর ২০২০ ইং | সময়ঃ ০৪ঃ০৯মিঃ (পিএম)