মন ভোলানো মিষ্টি কথায় ভুলিয়ে আমার মন
ভুলে গেছিস ছিলাম আমি তোর আপন জন
রুপ লাবণ্যের নেশায় পরে ভুলে আমার মন
জাল ফেলেছিস নতুন করে ধরতে নতুন জন।


নতুন করে নতুন মানুষ পাবি আবার তুই
বলবি তাকে যতন করে তোকে একটু ছুই
যেমন করে ছুঁতে চাইতি আমায় বারেবার
নষ্ট করে জীবনের আমার হবি নতুন কার?


আমায় যেমন ধোকায় ফেলে আছিস মহাসুখে
এভাবে ই কাঁদবি আবার অতীত ভোলার দুঃখে
অতীত ভুলে অতীত হবি বর্তমানের ভীরে
সাঁতরে কভু পাড় পাবি না ভালোবাসার তীরে।


আমার ভালোবাসায় বিন্দু ছিল না যে খাঁদ
অভিনয়ে তুই যে সেরা আমি অবসাদ;
একদিন তুই পাবি এমন খেলার প্রতিদান
ভালোবাসার নাটক করে হয়নি কেউ মহান।


রচনাকালঃ ঢাকা, ৪ঠা অক্টবার ২০২০ইং | সময়ঃ ১ঃ৫৭ মিঃ এ.এম.