আমি কেন যে তোমায় ডাকি, আমার হৃদয়ে রাখি
কেন তুমি বুঝোনা, বুঝোনা আমায়।
আমি ভালোবাসা দিব সবই, তুমি শুধু আমার হবে
রাখবে হৃদয়ে তোমার, থাকবো সেথা , আমি থাকবো সেথা।
এই ভালোবাসা স্বপ্নকে, আগলে হৃদয়ে রেখে
বেঁচে আছি দুজনায়, দুজনাতে।


তুমি সমুদ্র দেখেছো কি সবুজের আঁকি বুকি
হৃদয় যে তোমার আজও স্বপ্ন দেখে
সেই স্বপ্ন তোমার আমি, ভালোবাসা সব খানে
হৃদয়ে যেখানে রাখি তোমার হৃদয়।
তুমি আমার স্বপ্ন আশা, হৃদয়ের ভালোবাসা
যতটুকু আছে সব তোমায় দিয়েছি।


আর তোমার হৃদয়ে যত, রয়েছে অব্যাক্ত ক্ষত
বিষে ভরা যন্ত্রণা, কষ্টের আনাগোনা
দু'হাতে যতন করে আমি রেখেছি।
তোমার হৃদয়ে দিয়ে সকল কষ্ট নিয়ে
আমার হৃদয়ে এক প্রাসাদ গড়েছি।


সেই প্রাসাদে তোমাকে রাখি তোমার ছবি আঁকি
বাড়ে বাড়ে চেয়ে চেয়ে শুধু যে তোমায় দেখি ।
আমি কেন যে তোমায় ডাকি, আমার হৃদয়ে রাখি
কেন তুমি বুঝোনা, বুঝোনা আমায়।


আমি ভালোবাসা দিব সবই, তুমি শুধু আমার হবে
রাখবে হৃদয়ে তোমার, থাকবো সেথা , আমি থাকবো সেথা।
এই ভালোবাসা স্বপ্নকে, আগলে হৃদয়ে রেখে
বেঁচে আছি দুজনায়, দুজনাতে।


রচনাকালঃ ঢাকা, ২৪ মে ২০২০ খ্রিঃ | সময়ঃ ১ঃ২৯মিঃ(পিএম)