কবিতা তার কবিকে বলল
হে কবি কি হচ্ছে এ সব
কবি বলল তোমারি হৃদয়ের উদারতাকে
কিছুটা শাণিত করছি কবিতা
কবিতা তুমি আছো বলেই তো, আমি আজ কবি
তাই তো এঁকেছে কবির হৃদয়ে শুধু কবিতার ছবি ।


কবিতা তোমার না দেখা মায়াবী লাবণ্য দেখতে চাই
কবিতা বলল কি দেখবে হে কবি
কি রয়েছে এখনো দেখিবার বাকি?
এখনো দেখিনি তোমার মায়াবী আঁখি
জীবনের সব শখ আহ্লাদ এখনো রয়েছে বাকি।


তোমার নয়নে তাকিয়ে রবো হৃদয় দেখিবার তরে
মিশরীয় সেই মরু রাজ্যের জ্যোৎস্না প্লাবন ঝড়ে।
বলল কবিতা এত কিছু দিয়ে হবে কি তোমার শুনি
বলল কবি কি আর হবে, বলতে জানিনা আমি
শুধু এতটুকু জানি, কবিতা আমার জীবনের চেয়ে দামি।


মরু রাজ্য সেখানে আছে অজস্র ইতিহাস
তোমায় নিয়ে বেড়াবো কবিতা উড়বো পঙ্খীরাজ
বলল কবিতা একটু ভেবে আমি কে তোমার শুনি
কবি বলল তুমি তো আমার বনলতা আর আমি তোমারী কবি
এ হৃদয়ে আঁকা আছে শুধু তুমি কবিতার ছবি।
অবশেষে তুমি কি বুঝিলে ওহে কবিতার কবি ।


রচনাকালঃ ঢাকা, ২২ অগাস্ট ২০১৬ ইং | সময়ঃ ৭ঃ৩৫মিঃ(এএম)