মেয়েহীন এই রাজ্যে
ছেলেহীন এই সভ্যতা
অমিয় বাণীর প্রেক্ষিতে
জ্ঞানহীন এই অজ্ঞতা;
প্রেমের পিপাসায় কাঁতর
পৃথিবী ভালবাসাহীন গদ্য
তোমার প্রেমেতে দিশেহারা আজ
আমার রচিত পদ্য।
রূপেরও ঝলকে আঁখিরও পলকে
ভালোবাসা নিস্তব্দ
ক্ষণিকের সুখ বাকিটা অসুখ  
প্রেমের লোহিত শব্দ;
সে তাকে যত ভালবেসেছে
বিনিময় সে প্রেম দিয়েছে
প্রেমের বিষাদে ক্ষার হয়েছে
তাঁর হৃদয়ের  অংশ
ভালোবাসা তাই বোঝেনি সে হায়!
প্রেমে হয়ে সে মগ্ন
প্রেম ভালোবাসার তফাৎ না বুঝে
অবশেষে হবে ধ্বংস।


রচনাকালঃ ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সময়ঃ ০১ঃ ৩৮ পি.এমঃ