(তোর জন্য ২)


তোর জন্য আনবো ডেকে আকাশের চাঁদতারা
তোর জন্য কাটাবো রাত নির্ঘুম দিশেহারা।
তোর জন্য কাটবে আবার স্বপ্ন বিভোর দিন।
তোর জন্যই আকাশে বাতাসে বাজবে সুখের বীণ।


তোর জন্য মরু বেদুঈন পথ ভুলে হবে সারা
তোর জন্য সন্ধ্যা গগনে উঠবে যে শুকতারা।
তোর জন্য জ্যোৎস্না রাতে অমাবস্যার হাতছানি
তোর জন্যই শুঁকিয়ে যাবে বুড়িগঙ্গার পানি।


তোর জন্য বিভূতিভূষণ লিখেছেন আরণ্যক
তোর জন্য ছোটগল্প আবু ইসহাকের জোঁক।
তোর জন্য কবি নজরুল হয়েছে সাম্যবাদ
তোর জন্যই বিশ্বকবি আজ রবীন্দ্রনাথ।


তোর জন্য ভালোবাসা আজ বন্দী ঘরের কোণে
তোর জন্য যুবক-যুবুতীর আক্ষেপ ভরা মনে।
তোর জন্য সংসদ আজ মন্ত্রী বিহীন শূন্য
তোর জন্যই বন্ধ তাঁদের যুক্তি তর্ক দ্বন্দ্ব ।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা(প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ০২-০৫-২০২০ইং, সময়ঃ ৩ঃ৫৭মিঃ(পিএম)