আজ আমার হৃদয় যন্ত্রণায় ছটফট করেছে
কলিজা রঙ রক্তাক্ত লাল থেকে হয়েছে গাঢ় নীল,
আজ তাঁর পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে
তাই সে আমার হৃদয়ে বিষাক্ত খঞ্জর গেঁথে দিয়েছে;
একটি বার শুধু একটি বারের জন্য সে বোঝেনি
সেই হৃদয়ে পুষে রাখা ভালোবাসা সবটুকু তাঁর জন্য ছিল।


আজ আমি ক্ষত-বিক্ষত হয়ে তলিয়ে যাচ্ছি এই ধরণী গর্ভে
আমি কোন শ্রেষ্ঠ অর্জন রেখে যেতে পারি নাই ধরণী পৃষ্ঠে
জানি থাকবো না কারো জীবনের অতীত সভ্য গল্পের মাঝে
হয়তো থাকবো অজানা কোন পথিকের সাহায্যে স্বেচ্ছায়
এগিয়ে আসা এক আগন্তুক হয়ে।
হয়তো তাঁর স্মৃতির পাতায় বিচরণ করবো কিছুটা সময়।


আজ আমি হারিয়ে ফেলেছে মনবল, নিস্তর হয়ে পরে আছে দেহ
এভাবে পরে রব হয়তো আরো কিছু টা সময়
আসে পাশে আমায় তবু দেখবে না কেহ।
আজ সত্যি দেখে ফেলেছি ভালোবাসার সেই লুকায়িত রূপ
যা আজ এই মুহূর্তে বিষাক্ত খঞ্জর আমাকে কষ্ট দিচ্ছে খুব।
থেমে থেমে বাড়ছে দীর্ঘশ্বাস, কেঁপে কেঁপে উঠছে গলা


এটাই বুঝি আমার শেষ কবিতা,
হয়তো আর কিছুই কখনো হবে না বলা।
আর হবে না তাঁর সাথে হাঁতে হাত রেখে
রূপালী চাঁদের জ্যোৎস্নায় দুজন একাকী পথ চলা।
অনেক সাধ ছিলো আর ইচ্ছে ছিল কত
কিন্তু আজ আমি তাঁর বিষাক্ত খঞ্জরের আঘাতে ক্ষত-বিক্ষত।


রচনাকালঃ ঢাকা, ০২-০৭-২০২০ইং শুক্রবার | ২ঃ৫২মিঃ (পিএম)