এভাবে আর থাকবি কত আমায় ছেড়ে বল ?
তোর বিরহে দু'চোখ বেয়ে উপছে পরে জল।
জীবন নামের স্বপ্ন খাঁচায় বন্দী পরাণ পাখি,
মনের মাঝে ইচ্ছে যে খুব তোকে একটু দেখি।


হবে কি সেই ইচ্ছে পূরণ স্বপ্নে বাধা ঘর
সত্যি করে বলনা আমায় আমি কি তোর পর।
পর যদি তোর না'ই হব কিসের এত রাগ
তোর আর আমার ভালোবাসার সমান সমান ভাগ।


ভালোবাসার রঙ শুনেছি বেদনাতে নীল
নীলাভ রঙের তোর চোখের ঐ মায়া;
তোর ঐ মায়াবী চোখের চাহনিতে,
দুমড়ে-মুচড়ে যায় যে আমার মন হৃদয়ের কায়া।


সুখ আমাদের স্বপ্ন সাথী দুঃখে জীবন ঠাঁসা,
তবে এমন যদি হবে জীবন, পথ ভ্রষ্ট সকল আশা
একটুও যদি না বুঝিস সে এই হৃদয়ের চাওয়া?
হৃদয় থেকে বলছি তবে নিষিদ্ধ হয়ে যাক ভালোবাসা;
নাহয় নিষিদ্ধ হয়ে যাক ছেড়ে যাওয়া।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা(প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ৩০-০৪-২০২০ইং | সময়ঃ ১১ঃ২৮মি(পিএম)