এভাবেই হয়তো ভুলে থাকবে
হয়তো ভুলে যাবে আমায়।
কেউ রাখবে না মনে
ভুলে যাবে খুব সযত্নে ।


তবু ও আমি পারবো না ভুলতে
কখনও পারব না তাকে হৃদয় থেকে তুলতে।
সে গেঁথে গেছে আমার হৃদয়ের মধ্যখানে।
যেখানে কখনো ছাপ পরেনি কারো হৃদয়ের।


শুধু তাঁরই হৃদয় বিদ্ধ করেছে আমায়‍,
সিক্ত করেছে তাঁর ভালোবাসায়।
তাই তো তাঁকে উজাড় করে পেতে চেয়েছি;
আঁকড়ে ধরতে চেয়েছি তাঁকে
হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে।


হয়তো দেখিনি সে আমায় ,
শুধুই বেঁধেছে তাঁর মায়ায়।
তাঁর জন্য এ হৃদয় পুড়ছে গ্রীষ্মের দাহে
তীব্র তৃষ্ণায় ব্যাকুল হয়ে প্রতীক্ষায় করছে তাঁর।
কখন সে ফিরে আসবে ভালবাসবে আমায়
আঁকড়ে ধরবে আমায়, তাঁর নিষ্ঠুর ব্যাকুলতায়।



লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ১২-০৪-২০২০, ৬ঃ৩০মিঃ (পিএম)