আমি তাঁর কণ্ঠস্বর শুনতে ব্যাকুল হৃদয়ে অপেক্ষা করছি
আর তা ও জানি না আজ তাঁর কি হয়েছে।
কাল শুনেছিলাম সে খুব অসুস্থ, অনেক ঠাণ্ডা লেগেছে তাঁর
কলিজা টা হিম হয়ে গিয়েছিল শুনে তাঁর কণ্ঠস্বর।


জানি অনেক রাগ তোমার, হবে বা না কেন,
যে ভাবে ছিলে এতকাল একাকী নিঃসঙ্গতায়
কেনো আসি নি আরো আগে,
তাই বুঝি আমায় এত রাগ লাগে ?


সত্যি বলি প্রিয় তোমার রাগ দেখে
তোমার প্রতি আরো বেশি ভালোবাসা জাগে।
এত একা থাকলে তো এমন হতে ই পারে,
তাই বলছি খুব শিগ্রহী দুজনে হবো দু'জনার।


তখন তাঁর রাগ থাকবে না আর আমার উপর
শুধুই দুটি হৃদয়ের একটি আশা
আর শুধুই থাকবে ভালবাসা;
শূন্যতার ব্যাকুলতা থাকবে না আর,
কেটে যাবে ঘোর অন্ধকার।


পূর্ণিমার জ্যোৎস্না বিলাস দেখব
দুজন জড়িয়ে দু'হাত,
জ্যোৎস্নার আভায় রাঙিয়ে হৃদয়,
অপেক্ষার অবসান হোক,
উৎকণ্ঠায় জেগে আছে,
তৃষাতুর আমার দু'চোখ।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ১২/০৪/২০২০ ৯ঃ২৪মিঃ (পিএম)