স্বপ্ন যেমন ভাঙ্গল আমার
তোমারও কি তা ভাঙ্গবে না ?
ভালোবাসার কষ্ট কেমন
তোমার মন কি জানবে না?


জানবে ঠিকি এমন কঠিন
কষ্ট গুলো কেমন হয়
ভালোবাসার ব্যাথা কি আর
সব হৃদয়ে সমান সয় ?


বুঝবে সেদিন ঠিক তেমনি
কেমন ছিল আমার ভয়।
ভালোবাসা এমন জিনিস
খুব যতনে রাখতে হয়।


স্বপ্ন না হয় আমার ছিল
তোমার আবার কিসের ভয় ?
খেলার ছলে ভাংলে এ মন
করতে কাদের হৃদয় জয়?


তাঁরা কি আর আজও আছে
যেমন ছিল সে সময়
যাদের কথায় চলতে তুমি
মন কে ফেলে দোটানায় ?


হয়তো তাঁরা আজও তোমার
মন কে নিয়ে খেলছে খুব
সেই খেলার সঙ্গী হয়ে
আজও তুমি তেমনি চুপ।


রচনাকালঃ ঢাকা, ১২ আগস্ট ২০২১  সময়ঃ ৩ঃ১৪ (এ এম)