এই পড়ন্ত বিকেলে আমার জানালা দিয়ে
তাকিয়ে দেখছি গোধূলির আকাশ,
যদি আমার জানালার সামনের রং ছটা বাড়ি টি তে থাকতে তুমি
কতই না ভালো হতো তাই না?এই বিকেলে তুমি
ছাঁদে এসে শান্ত শহরটা দেখতে এপাশ ওপাশ ঘুরে ঘুরে।
আর আমি জানালা দিয়ে তাকিয়ে দেখতাম তোমায় ,
তোমার ঐ ঘন কালো চুল দোল খেতো দক্ষিণা বাতাসে,
আর আমি তাকিয়ে থাকতাম অবাক নয়নে তোমার ঐ দৃশ্য পটে ।
হয়তো আজ কোভিড-১৯ পুরো শহরটাকে আবদ্ধ করেছে ,
কিন্তু আমার বড্ড সতেজ অনুভব হচ্ছে , কারণ, শহরটা আজ
নিকোটিনের সেই অসহ্য ধোঁয়া থেকে নিস্তার পেয়েছে অনেকটা ,
তা থেকে নিস্তার পেয়েছি আমি,
সারাদিন বসে কোয়ারেন্টাইন ঘর আর পাশে আছে স্বচ্ছ মনিটর।
এই ইট পাথরের শহরে, দুজন আজ ইটের দেয়ালে বন্দী ।
দেখা নেই কথা নেই আছে শুধুই শব্দের আর বাক্যের আদান প্রদান,
কিন্তু যদি এটা ও না থাকতো তাহলে কি যে হতো
কোয়ারেন্টাইনময় বদ্ধ জীবনে ভাবা যায়


রচনাকালঃ ৩০ মার্চ ২০২০খ্রিঃ |  সময়ঃ ৬ঃ৩০ মিঃ(পিএম)