আজ আমি তাকে দেখেছি বারংবার
অনেক দিন পর তাঁর নিষ্পাপ মুখটি
তাঁর মুখ দেখে হৃদয় কেমন যেন নাড়া উঠলো
আজ সে তাঁর রুপ যৌবন সঁপে দিয়েছে অন্যের হাতে
কেমন দেখতে এক অপ্সরী লাগছে তাকে
কিন্তু সে আমার জন্য নয় অন্য সবার জন্য প্রকাশিত
আমি তাঁর অশুভ নিঃশ্বাসে বন্দী হয়ে আছি
সে আছে মুক্ত বিহঙ্গীর নেই মুক্ত আকাশে।


আমি শুধু চেয়েছি তাকে আমার হৃদয়ে বন্ধী করতে
কিন্তু সে আজ মুক্তি পেয়েছে আমার কাছ থেকে
সে আজ উড়ে বেড়াচ্ছে সবার চোখেরদর্পণে
আমাকে করে সে অন্ধ রঙ্গিন পৃথিবী তাঁর বাহুডোরে বন্ধ।
আজ তার সফেত রঙের কামিজ তাকে আরো মায়াবী করেছে
কিন্তু সেই মায়াবী সাঁজ আজ নেই আমার জন্য
সে আজ সবার জন্য নিজে বিলিয়েছে সবাইকে
আমি যা চাইনি তাই সে করছে আজ হয়ে উন্মাদ
আমি চেয়েছিলেম তাকে হৃদয়ে আগলে রাখতে
কিন্তু সে তা চায়নি চেয়েছে উন্মুক্ত কক্ষপথ
আর সেই কক্ষপথে আজ সে বিচরণ করছে।


রচনাকালঃ ঢাকা ০৯ নভেম্বর ২০২০ ইং সময়ঃ ১১ঃ০০মিঃ পিএম